রাতারাতি কোটিপতি চা বিক্রেতা মালদহের হরিশ্চন্দ্রপুরে

0
382

মালদা;;২নভেম্বর : রাতারাতি কোটিপতি চা বিক্রেতা কমল মহলদার (৩৫)। সাথে লটারির টিকিটও বিক্রি করত সে। সোমবার বিকেলে ১২০ টাকার টিকিট অবিক্রিত থেকে যায় কমল মহলদারের। সেই টিকিটেই ভাগ্য খুলে যায় কমলের। সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে জানতে পারেন তার অবিক্রিত টিকিটে এক কোটি টাকা খেলেছে। এরপর কোন ঝুঁকি না নিয়ে মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় লটারির টিকিট নিয়ে হাজির হন কমল মহলদার। আর কমল মহলদার কে দেখার জন্য থানায় উপচে পড়ে মানুষের ভিড়। কমল মহলদারের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা হাটখোলা এলাকায়। বাড়িতে স্ত্রী দুই সন্তান ও বয়স্ক বাবা, মা আছেন। মা নির্মলা মহলদার কুশিদা বাজারে সবজি বিক্রেতা। লটারির টাকা পেয়ে দুই সন্তানকে ভালো শিক্ষার পেছনে খরচ করবেন কমল মহলদার।

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আই সি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় লটারীর টিকিট নিয়ে থানায় আশ্রয় কমল হালদার নামে কুশিদার এক বাসিন্দা। তাকে সবরকম ভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এই আশ্বাস দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here