নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় মৃত হলো এক যুবকের,ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রতনপুর এলাকার।ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম অভিজিৎ হাসদা (৩০)বাড়ি হিলি থানার শ্যামপুর এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নালাগোলা এলাকায় আত্মীয়র বাড়ি গিয়েছিলেন অভিজিৎ । এরপর রাত্রে চার চাকা গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা মারেন, গুরুতর আহত হয় অভিজিৎ। ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসীরা অভিজিৎকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন,রবিবার দুপুরে গঙ্গারামপুর থানার পুলিশ
মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠিয়েছেন।। অভিজিৎ এর এমন মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবার সহ এলাকাবাসীরা,শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।