জেলার ইতিহাসে প্রথম। প্রথম দফায় ছোট বড়ো মিলিয়ে চাঁচল মহকুমার আড়াইশো টি পুজো কমিটি কে শারদ সম্মান জ্ঞাপন করলো মালদা জেলা তৃনমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে মালদহের চাঁচলের মালতীপূর ফুটবল ময়দানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শারদ সম্মান জ্ঞাপনের অনুষ্ঠানের আয়েজন করা হই। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি।সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি মুখরিত হয়। এর পরেই চাঁচল , মালতী পূর, হরিশচন্দ্রপুর ও রতুয়ার প্রায় 250টি দুর্গা পুজো মণ্ডপ উদ্যোক্তাদের স্মরক ও মানপত্র দিয়ে শারদ সম্মান প্রদান করা হয়। এদিনের ওই অনুষ্ঠানে সমস্ত ধর্মের মানুষের যোগ দিয়ে এক মিলন উৎসবে পরিণত হয়। শারদ সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, মনিকচক বিধানসভার বিধাইয়কা সাবিত্রী মিত্র, মালদা জেলা যুব যুব তৃণমূলের সভাপতি চন্দনা সরকার, তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব।করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে মুখে মাস্ক পরে এই অনুষ্ঠানে সামিল হন তারা। এই দিন হরিশচন্দ্র পূর, চাঁচল, মালতী পূর, রতুয়া এই চার বিধানসভার প্ৰায় আড়াইশো টি পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে এই শারদ সম্মান তুলে দেওয়া হই। শারদ সম্মান পেয়ে আপ্লুত পুজো কমিটিগুলো। পুজো কমিটি উদ্যোক্তারা এই সম্মান পেয়ে জেলা তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন।
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা জেলার প্রায় বারোশো টি পুজো কমিটিকে দেওয়া হবে শারদ সম্মান। আজ চাঁচল মহকুমার ৬ টি ব্লকের পুজো উদ্যোক্তাদের হাতে শাহরুখ সম্মান তুলে দেওয়া হলো। এছাড়াও ২৯,৩০,২ এই তিন দফায় আরো হাজার খানেক পুজো কমিটিকে এই শারদ সম্মান দেওয়া হবে।