নিজের ঘরের মধ্যে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মধুপুর গ্রামে। মৃত ওই যুবকের নাম লমধর মুর্মু ( ২৪)। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার মধুপুর গ্রামের বাসিন্দা লমধর মুর্মু পেশায় রাজমিস্ত্রী কাজ করতেন। প্রতিদিনের মতো গতকাল রাতে খাওয়াদাওয়া করে নিজের ঘরে ঘুমিয়ে পরে। বুধবার সকালে লমধর মুর্মু ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার মা চুমকি মুর্মু তাকে ডাকাডাকি করতে কোন সারা না পাওয়ায় গেট খুলে দেখে ছেলের রক্তান্ত মৃতদেহ পরে রয়েছে। ছেলের মৃতদেহটি দেখে মা চুমকি মুর্মু চিৎকারে আশপাশ থেকে ছুটে আছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। লমধর মুর্মু আত্মীয় থেকে পাড়াপ্রতিবেশিদের অভিযোগ তাকে খুন করা হয়েছে। যারা লমধরকে খুন করেছে তাদের উপযুক্ত শান্তির দাবী জানিয়েছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।