শিলিগুড়ি:-
কালীঝোড়া থেকে সিকিম পর্যন্ত বিকল্প রাস্তার দাবী জানিয়েছেন কেন্দ্র সরকারের কাছে বললেন সিকিমের মূখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।শিলিগুড়ির লিউসিপোখরি পাহাড়ী মাতার মন্দিরে পূজো করতে আসেন তিনি।সেখানে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,১০নম্বর জাতীয় সড়কে লাগাদার ধসের ফলে সিকিমে পর্যটনের পাশাপাশি আর্থিক ক্ষতি হচ্ছে।সেজন্য কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়গড়ির সাথে কথা বলেছেন।তিনি দাবি করেছে বিকল্প রাস্তার।লাভা হয়ে যে রাস্তাটি সিকিমে যাচ্ছে তা অনেক ঘুর পথ হয়।যারফলে গাড়ীর চালক থেকে সবাই মনমত ভাড়া নিচ্ছে স্থানীয় ও পর্যটকদের থেকে যা অতন্ত দুঃখ জনক।