কাঠামো পূজার মধ্যদিয়ে শুরু হল বোল্লা কালী তৈরির প্রস্তুতি

0
488

কাঠামো পূজার মধ্যদিয়ে শুরু হল বোল্লা কালী তৈরির প্রস্তুতি, রীতি মেনে চলল আয়োজন, করোনা বিধি উড়িয়ে ভক্তের ঢল মন্দির প্রাঙ্গণে

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২২ অক্টোবর— কাঠামো পুজার মধ্যদিয়ে শুরু হল শতাব্দী প্রাচীন বোল্লা কালী তৈরির প্রস্তুতি। শুক্রবার এই পুজোর মধ্যে দিয়েই কাউন্টডাউন শুরু হয়ে গেল উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বোল্লা পুজোর উৎসব। লক্ষী পুর্নিমার ঠিক পরের পুর্নিমাই হলো রাসপুর্নিমা।  আর এই রাস পুর্নিমার  পরের শুক্রবার দিনই রীতি মেনে হয়ে থাকে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত বোল্লা গ্রামে  মা বোল্লা কালি মাতার পুজো। কিন্তু এবারে তার পরের শুক্রবার হবে বোল্লা পূজা। 
প্রতি বছর বিজয়া দশমীর পরের শুক্রবার বোল্লা কালী মন্দির সংলগ্ন পুকুর থেকে মাতৃ মূর্তির কাঠামো তুলে এনে ধুমধামের সঙ্গে পুজো করা হয়। যেদিন থেকে  কাঠামোতে মাটি দিয়ে প্রতিমার কাজ শুরু করা হয়। এই উপলক্ষে এদিন সকাল থেকেই ভক্তরা বোল্লা মন্দির চত্বরে ভিড় জমান। সকালে ঢাক বাজিয়ে মন্দিরের পাশের পুকুর থেকে তুলে আনা হয় কাঠামো। মন্দিরেই তৈরী হয় মায়ের মূর্তি। এদিন দুধ দিয়ে কাঠামো কে স্নান করিয়ে লাল কাপড় দিয়ে ঢেকে পুরোহিত পুজো করেন। আর যে কাঠামো পুজো দেখতে এদিন সকাল থেকে একপ্রকার করোনা বিধি ভেঙেই  কয়েকশো ভক্তের ঢল নামে মন্দির চত্বরে। পুজো কমিটির তরফে মন্দির প্রাঙ্গণে করোনার সতর্কতা নিয়ে পোস্টার লাগালেও এদিন অধিকাংশ ভক্তদের বিনা মাস্কেই দেখা গিয়েছে পুজো মন্ডপে। শুধু তাই নয় বিধি ভেঙে উপচে পড়েছে ভক্তদের ভিড়ও।

 স্থানীয় বাসিন্দা তথা পুজো কমিটির সদস্য নিত্যানন্দ চৌধুরী বলেন, আমাদের জেলার ঐতিহ্য বোল্লা কালী মাতার কাঠামো পুজো এদিন  নিয়ম নিষ্ঠা সহকারে হয়েছে। প্রথা অনুসারে মন্দিরেই মায়ের মূর্তি গড়া হয়।  কাঠামো পুজোকে ঘিরে প্রচুর ভক্তরা আসেন। প্রাচীন নিয়ম মেনে মায়ের কাঠামো পুজো করা হয় ।
     শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয়; জেলা ছাড়িয়ে রাজ্য এমনকি ভিন রাজ্যে ও বাংলাদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই বোল্লা কালীর মেলায়। চারদিন ব্যাপী এই মেলা হয় প্রতি বছর।  রাস পূর্ণিমার পরের শুক্রবার থেকে শুরু হয় এবং সোম বারে মাতৃ মূর্তি নিরঞ্জন হয় মন্দির সংলগ্ন ঘাট বাঁধানো পুকুরে। সব ধর্মের মানুষের সমাগমে প্রতিবছর এই মেলা  সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলন ক্ষেত্রে পরিণত হয়ে থাকে বলে সমগ্র উত্তরবংগ ও বাইরের রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও ভক্তজন এই পুজোতে অংশ নিতে ছুটে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here