শীতল চক্রবর্তী তপন ,20 ই অক্টোবর, দক্ষিণ দিনাজপুর:-তপনের সিরাহাল থেকে অজ্ঞাত পরিচয়ের গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল পুলিশ প্রশাসন।
মঙ্গলবার তপন ব্লকের ৪নং হরসুরা গ্রাম পঞ্চায়েতের সিরাহাল থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে তপন থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন পুলিশ প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সিরাহাল এলাকায় একটি পুকুরের জলে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।
প্রথমে পুকুর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে নাম পরিচয় জানার চেষ্টা করে স্থানীয়রা। কিন্তু নাম পরিচয় জানতে না পেরে খবর দেওয়া হয় রামপুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
পুলিশের এমন মানবিক পরিচয়ে খুশি এলাকাবাসী। এদিকে ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।