কোচবিহার তোর্সা নদী জল বাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । কোচবিহার শহর লাগোয়া ফাঁসির ঘাট চর এলাকায় ঢাকা সাধারণ মানুষের ঘরে জল ঢুকে পড়েছে । ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে । কুচবিহার সদর মহকুমার শাসক ও পৌরসভার পাশাপাশি কোচবিহার কোতোয়ালি থানার আইসি সহ বিশাল পুলিশবাহিনী সেখানে উপস্থিত রয়েছে । কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক নিজে উপস্থিত হয়ে মানুষগুলোকে উদ্ধার করে বর্তমানে বাঁধের উপর আশ্রয় নিয়েছেন তারা । এছাড়া এই এলাকার মানুষের জন্য কোচবিহার সদর গভঃমেন্ট হাইস্কুল খুলে দেওয়া হয়েছে । বর্তমানে সেখানেই তাদের রাখার ব্যবস্থা ও পৌরসভার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সবরকম ব্যবস্থা করা হয়েছে