শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর,২০ অক্টোবর ,দক্ষিণ দিনাজপুর:- ট্রাফিকের উপরে মানুষজনকে আরো করে সচেতন করতে দুর্গাপুজোতে ট্রাফিকের উপরে সচেতনতামুলক থিমকে তুলে ধরে জেলা পুলিশ প্রশাসনের পুরস্কার পেল একটি মহিলা পরিচালিত পুজো কমিটির উদ্যাগতারা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের পুরানপাড়া মহিলা পরিচালিত শীতলা মন্দির দুর্গাপুজো উৎসব কমিটির হাতে মানপত্র, ট্রফি, সহ ২৫ হাজার টাকার চেক তুলে দিয়ে সম্মান জানানো হয় জেলা পুলিশ প্রশাসনের তরফে। এমন সম্মান পাবার পরে উদ্যাগতারাও সাধুবাদ জানিয়েছেন জেলা পুলিশ প্রশাসনকে।

গঙ্গারামপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের পুরানপাড়া মহিলা পরিচালিত শীতলা মন্দির দুর্গাপুজো উৎসব কমিটির সদস্যরা সারা বছর ধরেই সমাজসেবা মুলক কাজ করে সকলের কাছে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেছেন। সেটা বন্যার সময়ে দুস্থ মানুষজনদের সাহায্য করা, কোভিড ১৯এর মধ্যে সারা বছর ধরে। মানুষজনদের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগীতা করে গিয়েছে এলাকার পরুষদের সহযোগীতায় পরানপাড়া মহিলা পরিচালিত শীতলা মন্দির দুর্গাপুজো উৎসব কমিটির সদস্যরা।

ইতি মধ্যেই ১১নম্বর ওয়ার্ডের পুরানপাড়া শীতলা মন্দির মহিলা কমিটির সদস্যা মাম্পি গোস্বামী, শ্যামলী মহন্ত, রেখা মহন্ত,বিজলী মহন্ত, চন্দনা মহন্ত রাণী দাসমুক্তি রাণী করিবারদের মত মহিলাদের সঙ্গে সেই কাজে এগিয়ে আসেন এলাকার পুরুষ বিকাশ দাস,রাজেন সরকার,যুবক শঙ্কর সাহারা মিলে ধূমধাম সহকারে বাবা মা হারা এলাকারি এক অনাথ মেয়ের বিয়ে দিয়ে সকলের কাছে প্রশংসা পেয়েছে।
২০২১সালে গঙ্গারামপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের পুরানপাড়া শীতলা মন্দির মহিলা দুর্গাপুজো উৎসব কমিটির তরফে ট্রাফিকের উপরে মানুষজনকে আরো করে সচেতন করতে দুর্গাপুজোতে ট্রাফিকের উপরে সচেতনতামুলক থিমকে তুলে ধরেছে। সেখানে বিভিন্ন মডেলের মাধ্যমে গঙ্গারামপুর শহরের হাইরোডের জেলা পুলিশের তরফে যেভাবে ট্রাফিকের উপরে মানুষজনকে সচেতন করার বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেগুলিকেই পুজো কমিটির সদস্যরা তুলে ধরে মানুষজনকে সচেতন করেছেন। পুরানপাড়া শীতলা মন্দির মহিলা দুর্গাপুজো উৎসব কমিটির তরফে এই থিমকে দেখতে জেলা পুলিশ সুপার রাহুন দে,অতিক্ত পুলিশ সুপার ডেনডুপ সেরূপা গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপকুমার দাস, গঙ্গারামপুর থানার আহসিরা খুশি হন।জেলা পুলিশের তরফে এবছর জেলার তিনিটি দুর্গাপুজো উদ্যাতাদের পুরস্কার দেওয়া হয়। সেখানেই বালুরঘাটের পাশাপাশি গঙ্গারামপুরের ১১ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া শীতলা মন্দির মহিলা দুর্গাপুজো উৎসব কমিটিকে সচেতনতা মূলক থিমকে তুলে ধরায় তাঁদেরকে পুরস্কৃত করা হয়। জেলা পুলিশ সুপারের বালুরঘাটের অফিস একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ট্রফি, মানপত্র সহ ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় জেলা পুলিশ সুপারের তরফে পুজো কমিটির সদস্যদের তরফে।
অনুষ্টান মঞ্চে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,সারা পুজোর মধ্যে দিয়ে বিভিন্নজনকে সচেতনতামূলক প্রচার করেছেন সেই ধরনের ৩টি পুজো উদ্যাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
এমন সন্মান পাবার পরে উদ্যোক্তারাও সাধুবাদ জানিয়েছেন জেলা পুলিশ প্রশাসনকে।