কোচবিহার:- বিজেপি পার্থী অশোক মন্ডল ও বিধায়ক মিহির গোস্বামী কে ঘিরে বিক্ষোভ তৃনমূল কংগ্রেস কর্মীদের। দিনহাটা বিধানসভা বামনহাট বাজার এলাকার ঘটনা । দিনহাটা বিধানসভা উপ নির্বাচন বিজেপি পার্থী অশোক মন্ডল সমর্থনে এদিন বামনহাট বাজারে নির্বাচনী প্রচারে যান নাটাবারি বিধায়ক মিহির গোস্বামী ।সেখানে তাদের ঘিরে তৃনমূল কর্মীরা বিক্ষোভ দেখান ও গো ব্যাক স্লোগান দেন ।শুধু তাই নয় অভিযোগ বিজেপি পার্থী র প্রচারে বাধা দেন ।