মালদা:১৮ অক্টোবর
নবী দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুর-১ ও ২ নং ব্লকের জুলুস কমিটিগুলিকে নিয়ে সোমবার থানা চত্বরে এক আলোচনা সভা করলেন হরিশ্চন্দ্রপুর থানার প্রশাসন। মিছিল চলাকালীন যাতে কোনো অপ্রিতিকর ঘটনা না ঘটে তা কমিটিগুলিকে নির্দেশ দেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মিছিলে কোনো ডিজে সাউন্ড বাজানো যাবে না,মাইকে কোনো উত্তেজনা মূলক শব্দ উচ্চারণ করা যাবে না।বড় যানবাহন ব্যবহার পুরোপুরি ভাবে নিষিদ্ধ।গাড়ির হুডের উপরে যাতে কেউ না উঠে বসে তা জুলুস কমিটিগুলিকে নজরে রাখতে হবে।
আইসি সঞ্জয় কুমার দাস জানান প্রতিটা মিছিল কমিটির প্রতি পুলিশ প্রশাসনের নজর থাকবে।