পণের দাবিতে বধূকে খুনের অভিযোগ মালদার চাঁচলে
মালদা:০২ অক্টোবর
পণের দাবিতে বধূকে পেটে লাথি ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী-শ্বাশুড়ী সহ ননদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার ধানগাড়া জিপির বালুয়াঘাটে ।ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যালে কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।মৃতার বাপের বাড়ির তরফে চাঁচল থানায় স্বামী সহ পাঁচজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিস সূত্রে জানা গেছে,মৃত বধূর নাম মতাম্মারা খাতুন(২৬)।নয় বছর পূর্বে সামাজিকভাবে গ্রামেই বিয়ে হয় পেশায় দিনমজুর আকবর আলী ওরফে রাজীবের সাথে।তাদের দুই নাবালক পুত্র সন্তানও রয়েছে।
মেয়ের বাবা রাজ্জাকের অভিযোগ, বিয়ের পর থেকেই চাহিদা মতো পণের দাবিতে অশান্তি লেগেই থাকত।এমনকি শ্বশুরবাড়ির লোকেরা মেয়ে মতাম্মারার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার নিত্য চালিয়ে যেত।অভিযোগ তার পেটে লাথি মারা হয়।স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরাই গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছে।আমরা শুক্রবার রাতে ঘটনার খবর পেয়েই মেয়েকে দেখতে যায়।এবং তারা বাড়ি ছেড়ে পালিয়েছে।
গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় স্বামী সহ পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।