ইসলামপুর থানার টালিঘর বাইপাস এলাকায় ধানের জমিতে এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রক্তাক্ত জখম মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইসলামপুর থানায় খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। এদিকে খবর পেয়ে মৃতের আত্মীয়-পরিজন ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে। মৃতদেহটিকে সনাক্ত করে ইসলামপুর থানার পার্শ্ববর্তী রাজ্য বিহারের কিশনগঞ্জ জেলার উদগারা এলাকার বাসিন্দারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কিবলা (৪৫)। কিবলা বিভিন্ন জায়গায় জুয়ার বোর্ড বসাতেন বলে জানা গিয়েছে। গতকাল রাতে কে বা কাহারা কিবলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে সে বিষয়ে পরিবারের লোকজন সঠিকভাবে কিছু জানাতে পারেনি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্ভবত জুয়ার বোর্ডের টাকার লেনদেনের কারণে এই খুন হতে পারে। দুষ্কৃতীরা বিহারে খুন করে মৃতদেহটিকে টালিঘর বাইপাস এলাকায় ফেলে দিয়ে গিয়েছে বলেও স্থানীয় সহ পুলিশের অনুমান। সব মিলিয়ে বিহারের এক বাসিন্দার মৃতদেহ ইসলামপুর থানার টালিঘর বাইপাস এলাকায় উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ধানের জমিতে এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে