শীতল চক্রবর্তী তপন ,24 জুলাই দক্ষিণ দিনাজপুর:-তপনে স্টেট জেনারেল হাসপাতালের দাবি তুললেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষেরা। ইতিমধ্যেই তপনের তারুণ্যের সন্ধানে রক্তের বন্ধনে নামক স্বেচ্ছাসেবী সংস্থা সহ এলাকাবাসীদের তরফে সোশ্যাল মিডিয়ায় দাবি তোলা হয়েছে তপন ব্লকে স্টেট জেনারেল হাসপাতাল গড়ার।
তাদের দাবি প্রায় তিন লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট সুবৃহৎ এই তপন ব্লক। যা মূলত তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অধ্যুষিত এবং রাজ্যের মধ্যে অন্যতম পিছিয়ে পড়া একটি ব্লক। যেখানে রয়েছে একটি গ্রামীণ হাসপাতাল।
উন্নত চিকিৎসা পরিষেবা পেতে বহু দুর দুরান্তে তপন ব্লকের মানুষদের।
তাই অবিলম্বে তপন ব্লকে স্টেট জেনারেল হাসপাতাল গড়ে তোলার দাবি তুলেছেন তাঁরা।