পথ দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই ছোট গাড়ি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তপনের ১৪ মাইল কাশিয়াড়খাড়ি ব্রীজ এলাকার ৫১২নং জাতীয় সড়কে।

0
532

শীতল চক্রবর্তী তপন 19জুলাই দক্ষিণ দিনাজপুর:-পথ দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই ছোট গাড়ি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তপনের ১৪ মাইল কাশিয়াড়খাড়ি ব্রীজ এলাকার ৫১২নং জাতীয় সড়কে। ঘটনায় আহত হয়েছেন ৬ জন, যাদের মধ্যে গুরুতর আহত ৩। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজের কাজ করছিলেন তারা, সোমবার সকাল ৭টা নাগাদ মহিলাদের চিৎকার এবং প্রচণ্ড শব্দ শুনে এসে দেখেন একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শিরা আরও জানান, ঘটনায় গাড়িতে থাকা সকলেই আহত হয়েছে। গাড়িতে দুই শিশুসহ মোট চার মহিলা এবং দুজন পুরুষ ছিলেন। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন সহ তপন থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ।

পুলিশ গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here