অক্টোবরের প্রথম থেকেই বালুরঘাটে চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়, ইংরাজী, অঙ্ক ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েই শুরু হচ্ছে পঠন -পাঠন

0
1124

পিন্টু কুন্ডু,  বালুরঘাট, ১৯ জুলাই ——— অক্টোবর থেকেই বালুরঘাটে শুরু হতে চলেছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। অঙ্ক, ইংরাজী ও রাষ্ট্রবিজ্ঞান তিনটি বিষয় নিয়ে বালুরঘাট কোয়েড কলেজের ভবনেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের শুভারম্ভ। সোমবার বালুরঘাট কলেজের অধ্যক্ষ কে পাশে বসিয়ে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান দক্ষিন দিনাজপুর জেলা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সঞ্চারি রায় মুখার্জ্জী।

তিনি বলেন, অক্টোবরের প্রথম থেকেই শুরু হতে চলেছে এই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়া। করোনা বিধি মেনে প্রথমে অনলাইনে শুরু হলেও পরবর্তীতে সরকারী নির্দেশিকা অনুযায়ী অফলাইন করা হবে। তবে এই বিশ্ববিদ্যালয় যে বালুরঘাটের মাহিনগরেই হচ্ছে তাও এদিন নিশ্চিত করেছেন তিনি। তার কথায় বিশ্ববিদ্যালয়ের জমির কাগজপত্র ইতিমধ্যে  ডেপুটি সেক্রেটারি হাই এডুকেশনের তরফে স্থানান্তরিত করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক আয়েষা রানীর ততপরতায় সেই কাগজও ইতিমধ্যে হাতে এসে পৌছেছে। আগামীতে পিডাব্লুডি এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সাথে বেশকিছু মিটিং করেই স্থির করা হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও প্রশাসনিক ভবন সংক্রান্ত বিষয় নিয়ে। তবে এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসাবে বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডুই যে থাকছেন এদিন সেটাও নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।

সঞ্চারি রায় মুখার্জ্জী বলেন, প্রথম অক্টোবর থেকে বালুরঘাট কলেজের কিছু ঘরেই শুরু হচ্ছে পঠন পাঠন। তিনটি বিষয়ে ২৫ টি করে আসন থাকছে ছাত্র ছাত্রীদের। যা পরবর্তীতে বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লু ডট ডি ডি ইউনিভার্সিটি ডট ইন খুললেই যাবতীয় তথ্য পাবে ছাত্র ছাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here