আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি গ্রেপ্তার পতিরামে, গোপন খবরের ভিত্তিতেই এই অভিযান বলল পুলিশ
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ জুলাই —– আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করার গোপন খবর পেয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পতিরাম থানার পুলিশ। সোমবার রাতে পতিরাম থানার খাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। যার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম নিমাই মালী, বাড়ি বালুরঘাটের বঙ্গী বৈদ্যনাথ পাড়া এলাকায়। ওইদিন রাতে খাপুর এলাকায় ঘোরাঘুরি করার সময় গোপন খবরের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠায় পতিরাম থানার পুলিশ।
পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, একটি গোপন খবরের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।