শীতল চক্রবর্তী ,তপন, 11জুন ,দক্ষিণ দিনাজপুর:—-জমিতে চাষ করার সময় ট্রাক্টরের রোটারে ঢুকে মৃত্যু হল এক যুবকের। রবিবার বিকেলে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের তপন থানার দীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের কিষ্টপুর এলাকায়।এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তপন থানার পুলিশ ও এলাকার স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে যে ,মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ মাহাতো, বয়স 22 বছর। বাড়ি তপন ব্লকের দীপখন্ডা অঞ্চলের কিষ্টপুর এলাকায়।
সূত্রে জানা গিয়েছে,জমিতে চাষ করার সময় ট্রাক্টরের রোটারে ঢুকে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা। রোটার এর ভিতর থেকে পেঁচানো এবং মৃত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ। পুলিশ মৃতদেহ ও ট্রাক্টরটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাস্থলের এলাকাবাসী ও মৃতের এক প্রতিবেশীরা জানিয়েছেন, খুবই মর্মান্তিক ঘটনা। এমনভাবে ও যে চলে যাবে সেটা ভাবতেই পারছিনা।
মৃতের পরিবার সূত্রে খবর, বিশ্বজিৎ মাহাতোর পরিবারে তার মা-বাবা ছাড়াও রয়েছে স্ত্রী ও এক সন্তান।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকাজুড়ে।
পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়।
এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকাজুড়ে।