ইসলামপুর:মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে

0
521

ইসলামপুর:–ইসলামপুর থানার আদলগছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে ইসলামপুরে ফেরার পথে আদলগছ এলাকায় দাঁড়িয়ে থাকা এক ট্রেলারকে সজোরে ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে চালক সহ মোট চারজন গাড়িতে ছিল। তিনজন ঘটনাস্থলেই মারা গিয়েছে। চালক গুরুতর জখম থাকায় তাঁকে চিকিৎসার জন্য ইসলামপুরে পাঠানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতদেহ ইসলামপুরে পৌঁছতেই শহরবাসীর ভিড় উপচে পড়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে। ইসলামপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতরা ইসলামপুরের থানা কলোনীর বাসিন্দা অয়ন চন্দ, রাহুল ঘোষ এবং ক্ষুদিরামপল্লীর বাসিন্দা জয়দেব দত্ত। অয়ন চন্দ ইসলামপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন বাম কাউন্সিলর ছিলেন। বর্তমানে অয়ন চন্দ বিজেপির ইসলামপুর টাউন মন্ডলের সদস্য ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল হাসপাতালে এসে পৌঁছান। বিজেপির ইসলামপুর টাউন সহ সভাপতি চন্দন শেঠ, বিজেপির টাউন সভাপতি সন্দীপ ভট্টাচার্য সহ বহু জনপ্রতিনিধিরা হাসপাতালে এসে পৌঁছান। পৌর প্রশাসক থেকে বিভিন্ন দলের জনপ্রতিনিধি সহ শহরবাসী ঘটনার জেরে প্রত্যেকের চোখেই জল লক্ষ্য করা যায়। প্রিয়জনদের কান্নার রোল পড়ে যায় ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্ত্বরে। পুলিশ গাড়ি দুটিকে আটক করলেও চালকরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here