উত্তর দিনাজপুর :--মোটরবাইক চুরির অভিযোগে ব্যাপক গণপিটুনি দেওয়া হল এক যুবককে। রক্তাক্ত গুরতর জখম অবস্থায় ধৃত ওই যুবককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার বিকোর এলাকায়। যুবককে মারধর ও গনপিটুনির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করনদিঘী থানার বাজারগাঁও এলাকার এক যুবক এদিন বিকোর হাটে আসে। বিকোর হাটে একটি মোটরবাইক চুরি হয়। এই মোটরবাইক চুরির ঘটনায় ওই যুবককে অভিযুক্ত করে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ব্যাপক গণপিটুনি দেয়। যুবক বার বার দাবি করে যে সে মোটরবাইক চুরি করেনি। তবুও উত্তেজিত জনতা তাকে মারধর করে রক্তাক্ত করে দেয়। ওই যুবকের গনপিটুনির ঘটনার ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মারধরের ভিডিও দেখে আতঙ্কে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটন্সস্থলে ছুটে আসে করনদিঘী থানার পুলিশ। এরপর রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উত্তেজিত লোকেদের হাত থেকে উদ্ধার করে করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবকের চিকিৎসা চলছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।