পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৫জানুয়ারী— সারা দেশের পাশাপাশি জাতীয় ভোটার দিবস সাড়ম্বরে পালিত হল দক্ষিণ দিনাজপুর জেলায়। সোমবার বালুরঘাট শহরের বালুছায়া সভা গৃহে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক নিখিল নির্মল। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। এদিন অনুষ্ঠান মঞ্চে নতুন ভোটার এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার, ভোটার দিবসের শপথ বাক্য পাঠ করেন। আজকের এই অনুষ্ঠানে মূক-বধির ভোটারদের জন্য সাংকেতিক ভাষার মাধ্যমেও মুখ বধির ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়। পাশাপাশি নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় ভোটার কার্ডও। আজ এই মঞ্চ থেকেই একজন নতুন ভোটার ডিজিটাল ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করে ভোটার কার্ড হাতে পেলেন। প্রশাসনিক তথ্য অনুযায়ী এই বছর দক্ষিণ দিনাজপুর জেলায মোট ভোটারের সংখ্যা ১২ লাখ ৭৪ হাজার ৮৬৬ জন। গত বছর যে সংখ্যাটি ছিল ১২লক্ষ ৪৪ হাজার ০৫২ জন। এই বছর জেলায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ৫৭৫ জন। পাশাপাশি ৬ লাখ ২২ হাজার ২২৫ জন রয়েছেন মহিলা ভোটার। এছাড়াও জেলায় ৬৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। আজ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয় দক্ষিণ দিনাজপুর জেলায় বলে জানান জেলা শাসক নিখিল নির্মল। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে নতুন ভোটারদের সুবিধার্থে মোবাইলে ভোটার কার্ড সংশোধন সহ সংযোজন করার ব্যবস্থা রয়েছে।
Home বাংলা উত্তর বাংলা সাড়ম্বরে জাতীয় ভোটার দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুরে, অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক