শিকারিদের হাত থেকে রক্ষা করে আহত বাজ পাখিকে বনদপ্তরের হাতে তুলে দিলো এক ব্যক্তি

0
485

শিকারিদের হাত থেকে রক্ষা করে আহত বাজ পাখিকে বনদপ্তরের হাতে তুলে দিলো এক ব্যক্তি, কুমারগঞ্জ ব্লকের ডাঙারাহাটের ঘটনা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২জানুয়ারী— খাবার জন্য শিকার করা একটি বাজ পাখিকে উদ্ধার করে বনদপ্তরের তুলে দিল এক ব্যক্তি।  কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাটের মামুদপুর গ্রামের ঘটনা। এদিন সকালে এলাকার বাসিন্দা প্রলয় দে সরকার কিছু আদিবাসী যুবকের কাছে ওই পাখিটিকে দেখতে পান। তারা শিকার করেই পাখিটিকে নিয়ে যাচ্ছিল বাড়ির দিকে। যা দেখতে পেয়েই তাদের কাছ থেকে গুরুতর আহত অবস্থায় ওই পাখিটিকে উদ্ধার করে স্থানীয় ওই ব্যক্তি। যা উদ্ধারের পরেই  বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন প্রলয়বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here