বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হলো বালুরঘাটে

0
451

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হলো বালুরঘাটে, সরকারি সুবিধা পৌঁছে দিতে উদ্যোগ

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২জানুয়ারী— সরকারি সুবিধা দ্রুত পৌঁছে দিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর সহ বৃদ্ধ বৃদ্ধাদের চিহ্নিতকরণ ক্যাম্প অনুষ্ঠিত হলো বালুরঘাটে। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রেডক্রস ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন জেলা হাসপাতাল থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা প্রতিবন্ধীদের চিহ্নিতকরণ করা হয়েছে। কার্যক্রম শেষে এদিন প্রায় ৪০০ জন বিশেষ চাহিদা সম্পন্নকে শংসাপত্রও দেওয়া হয়েছে।


    চিকিৎসক হৃদয়ানন্দ সাই জানিয়েছেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সরকারিভাবে চিহ্নিত করতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শংসাপত্র প্রদান করেন। প্রায় ৪০০ জনকে এদিন প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here