2021 বিজেপি ক্ষমতায় এসে যারা গুণ্ডাবাহিনী দিয়ে তোলাবাজি সেন্টিকেটরাজ চালাচ্ছেন তাদের জেলে পাঠানো হবে, কৈলাশ

0
701

শীতল চক্রবর্তী বুনিয়াদপুর 3 জানুয়ারি দক্ষিণ দিনাজপুর : – 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসবেই। চালাচ্ছেন ক্ষমতায় এলেই তাদের জেলে পাঠানো হবে। নতুন জেল তৈরি করতে হলো করব। আপনারা চিন্তা করবেন না। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহরে এক পথসভায় করতে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি কৈলাস বিজয়বর্গীয়। এছাড়াও তিনি একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করেন। অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতারা উপস্থিত ছিলেন।

এদিন বুনিয়াদপুর শহরে পথসভা করতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করে বলেন, আপনারা মমতা ব্যানার্জি কে এই জন্য মুখ্যমন্ত্রী করেছেন তাই ভাইপো কয়লার মাফিয়া হবে। সমাজবিরোধীদের সমর্থন করার জন্য তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন। আমরা ক্ষমতায় এসে স্বচ্ছ প্রশাসন দেব। বিজেপি সোনার বাংলা গড়বে।

কৈলাশহর রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের বাংলা, চৈতন্য মহাপ্রভুর কথা বলেন দলীয় কর্মীদের সামনে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দিদি ক্ষমতায় এসেছেন। এমন সরকার থাকা দরকার রয়েছে কি ? যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এদেশে এসেছে তাদের আমরা নাগরিকত্ব দেব। সাংসদ সুকান্ত মজুমদার উন্নয়নের কাজ করতে চাইছেন কিন্তু এখানকার তৃণমূল সরকারের প্রশাসন সেটা করতে দিচ্ছেন না।
দিদির প্রশাসন মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না। আমরা কৃষকদের জন্য কিছু করতে চাইছি, কিন্তু দিদি বলেন আমাদের অ্যাকাউন্টে দেন। কাটমানি খাবার পরিকল্পনা করছেন। দিদির কথায় সব আমি করছি, আর কেউ নয়। আপনারা কংগ্রেস সিপিএম ও দিদির সরকার দেখেছেন। গত 9 বছরে দিদির সরকার কোন শিল্প করতে পারেনি। তাই দিদিকে সরকারে থাকার অধিকার নেই।।
পরে এক সাংবাদিক বৈঠকে বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা কৈলাস বিজয়বর্গীয় বাংলায় সোনার বাংলা গড়বে 2021 সালে বলে জানান। কারণ সকলেরই মোদি সরকারের উপর ভরসা রয়েছে। ভরসা আছে দেশের উন্নয়নের উপরে। যা মোদি সরকার দেশে করে যাচ্ছে।
এদিনের অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও, রাজ্য বিজেপির নেতা রবীন্দ্রনাথ বোস, সায়ন্তন বসু, বিজেপির বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার, উত্তর মালদার সংসদ খগেন মুর্মু, জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন, বিজেপির বুনিয়াদপুর টাউন মন্ডলের সভাপতির সুপ্রিয় দত্ত সহ একাধিক নেতারা উপস্থিত ছিলেন।
বিজেপির পথ সভায় বুনিয়াদপুরে ভিড় হয়েছিল ভালোই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here