জেলা সফরে এসে তৃণমূলকে জোরালো আক্রমণ বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির

0
777

জেলা সফরে এসে তৃণমূলকে জোরালো আক্রমণ  বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির, চায়ে পে চর্চায় বালুরঘাটের যুবকদের সমস্যা জানার চেষ্টা। দিনভর জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৯সেপ্টেম্বর—  লক্ষ্য ২১–এর বিধানসভা নির্বাচন। তার আগে  রাজ্য জুড়ে গেরুয়া শিবিরে গতি আনতে, শাখা সংগঠনগুলিকে চাঙ্গা করতে চাইছে বিজেপি দল। সে দিকে লক্ষ রেখেই  আরও একধাপ এগিয়ে যুব মোর্চার তরফে ৬ অক্টোবর নবান্ন ঘেরাও অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শনিবার সেই নবান্ন অভিযানকে সফল করতে দক্ষিণ দিনাজপুর জেলায় এলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খা। সকাল থেকে চায়ে পে চর্চার আসরের মাধ্যমে বালুরঘাট শহরের যুবকদের সমস্যা জানবার চেষ্টা করেন।  দিনভর জেলা যুব মোর্চার নেতৃবৃন্দর সাথে দলের রননীতি ও কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি আগামী ৬ অক্টোবর যাতে নবান্ন অভিযানে এই জেলার যুব মোর্চার প্রচুর কর্মী,  সমর্থক ও সদস্যরা কলকাতায় যায় সে নিয়েও কয়েক দফা বৈঠক করেন।       মাস খানেক আগে যুব মোর্চার সভাপতির দায়িত্ব পেয়েই কাজে ঝাঁপিয়ে পড়েন সৌমিত্র খাঁ। রাজ্যের তৃণমূলবিরোধী আন্দোলনকে জোরদার করতে এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। জেলায় জেলায় আয়োজন হচ্ছে নানা কর্মসূচির। এবার সৌমিত্রর নজর নবান্নে। গতকাল তিনি শিলিগুড়িতে দলিয় কর্মসুচীতে অংশ নিয়ে উত্তরদিনাজপুরে রাত কাটিয়ে আজ সকালে বালুরঘাটে এসে পৌছন। আর বালুরঘাটের মাটিতে পা দিয়েই তিনি তৃনমুলের বিরুদ্ধে হুংকার ছাড়েন।


      যুব মোর্চার সভাপতি সৌমিত্র খা সাংবাদিক বৈঠকে তৃনমুলকে জোরালো আক্রমণ করেন। তিনি বলেন এই সরকার  দুর্নীতিতে আপদমস্তক নিমজ্জিত। এই সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। মানুষের কথা এদের কানে পৌঁছয় না। তাই মানুষের দাবি সরকারের কানে পৌঁছতে আমরা নবান্ন অভিযানে নামব। রাজ্যের যুবকদের পাশে দাড়িয়ে কর্মসংস্থানের দাবিতেও এই আন্দোলন তাদের। এদিন চায়ে পে চর্চায় বালুরঘাটের যুবকরা বেকারদের কর্মসংস্থান নিয়ে আন্দোলন করবার কথা তাদের জানিয়েছে।  পাশাপাশি তার আরো অভিযোগ যে ভাবে মুর্শিদাবাদ ও মালদার কালিয়াচক থেকে এন আই এ আলকায়দা জংগী গোষ্টীর লোকজনকে ধরছে।  তাতে এই রাজ্যে আইন শৃঙখলা ভেংগে পড়ার প্রমাণ মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here