শিলিগুড়ি:-৮০-র দশকে জাতীয়তাবাদি ছাত্র আন্দোলনের সদস্যদের নিয়ে পুণর্মিলন উৎসব।বর্তমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৮০-র দশক বা তার আগের জাতীয়তাবাদি রাজনৈতিক আন্দোলনের পেক্ষাপটে উদ্বুদ্ধ করতে এক পুণর্মিলন উৎসবের আয়োজন করতে চলেছে তৎকালির ছাত্র আন্দোলনের নেতারা।আগামী বছর ৯ই জানুয়ারী শিলিগুড়ির দাগাপুরে এই পুনঃর্মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে।
শনিবার এক সাংবাদিক সন্মেলন করে একথা জানালেন তৃণমূল নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলির সদস্য রঞ্জন সরকার ও তৃণমূল ছাত্র সংগঠনের সদস্য মদন ভট্টাচার্য।এদিন রঞ্জন সরকার বলেন,৮০-র দশকে তৎকালির সময়ে রাজনৈতিক পেক্ষাপট যেরকম কঠিন ছিল। তা আজকের সময়ে অনেকটাই মশৃন।সেইসময় কোন জাতীয়তাবাদি ছাত্র সংগঠন করা কঠিন ছিল।কিন্তু আজকের সময়ে যে গনতান্ত্রীক পরিবেশ রয়েছে তা সেই সময় ছিল না।সেই জায়গা থেকে আজকে মনে হয়েছে সেইসময়ে রাজনৈতিক অবস্থা সকলের মধ্যে আলোচনা করার দরকার আছে।এবং বর্তমান প্রজন্মের রাজনৈতিক চিন্তা ধারাকে আরো বিকশিত করতে এই পুনঃর্মিলন উৎসব করতে চলেছি আমারা।অন্যদিকে মদন ভট্টাচার্য জানান,৮০-র দশকে জাতীয়তাবাদি ছাত্র রাজনীতিতে তৎকালিন সময়ে যারা ছিলেন।তাদের নিয়েই এই উৎসব।