৭৬তম প্রজাতন্ত্র দিবসে বালুরঘাটে কুচকাওয়াজ ও ট্যাবলোর রঙিন উৎসব
বালুরঘাট, ২৬ জানুয়ারী —-সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জাঁকজমকের সঙ্গে পালিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। বালুরঘাট স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে দিনটির সূচনা হয় জাতীয় সংগীত ও কুচকাওয়াজের মাধ্যমে। যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তালসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্বরা।
কুচকাওয়াজে জেলা পুলিশ ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের শৃঙ্খলা ও দেশপ্রেম প্রদর্শন ছিল দেখার মতো। এর পরপরই শুরু হয় সুসজ্জিত ট্যাবলোর প্রদর্শনী। সরকারি ও বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্যসহ নানান সামাজিক বার্তা তুলে ধরা হয় এই ট্যাবলোর মাধ্যমে।
এবারের বিশেষ আকর্ষণ ছিল দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের ট্যাবলো, যা প্রথমবার সংবাদমাধ্যমের গুরুত্ব ও দায়িত্বকে কেন্দ্র করে তৈরি হয়। ব্যতিক্রমী চিন্তাভাবনায় নির্মিত এই ট্যাবলো স্টেডিয়ামজুড়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
বালুরঘাটের এই উদযাপন শুধু প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যকেই নয়, বরং সৃজনশীলতার মাধ্যমে ঐক্যের বার্তাকে নতুন উচ্চতায় নিয়ে গেল।