৭৫ বছরে পুরসভার সাঁতার উৎসব, বালুরঘাটে তরুণদের উচ্ছ্বাসে ভাসল সুরেশ রঞ্জন পার্ক

0
83

বালুরঘাট, ২৩ সেপ্টেম্বর —— বালুরঘাট পুরসভার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সুরেশ রঞ্জন পার্ক রূপ নিল এক অসাধারণ সাঁতার উৎসবে। ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক, রিলে ও ইন্ডিভিজুয়াল মেডলি—মোট ৫৬টি ইভেন্টে প্রায় ২০৮ জন নারী-পুরুষ অংশ নিয়ে পার্ককে সরাসরি উৎসবের মঞ্চে পরিণত করেছিল।

পুরসভার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সুইমিং পুলের প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা এদিন তাদের দক্ষতার জাদু দেখিয়েছে। উচ্ছ্বাসে মুখর প্রতিযোগীরা, উল্লাসে উথাল দর্শকরা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন স্কুলের শরীরিক বিষয়ক শিক্ষকরা।

এদিন যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অশোক মিত্র, এমসিআইসি বিপুলকান্তি ঘোষ ও মহেশ পারেখ, বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ সহ অন্যান্য বিশিষ্টজন। চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “এই সুইমিং পুল থেকে বহু শিক্ষার্থী জেলা, রাজ্য ও জাতীয় পর্যায়ে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মকে সাঁতারে আগ্রহী করছে। বিজয়ীদের পুরস্কার তাদের উদ্দীপনা আরও বাড়াবে।”

পুরুষ ও মহিলা দুই বিভাগের জন্য বিগিনার থেকে ওপেন পর্যন্ত শ্রেণি রাখা হয়েছিল। প্রতিযোগিতার শেষে পার্কের ভেতরেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা উৎসবকে আরও উজ্জ্বল ও স্মরণীয় করে তুলেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here