৭৫ বছরে পদার্পণ করল নেতাজি স্পোর্টিং ক্লাব, সারা বছর খেলাধুলায় জমজমাট উদযাপন
বালুরঘাটের ঐতিহ্যবাহী নেতাজি স্পোর্টিং ক্লাব এবার ৭৫তম বর্ষে পা দিল। আগামী ১১ জানুয়ারি এই বিশেষ মুহূর্ত উদযাপন উপলক্ষে শুক্রবার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, ক্লাবের পক্ষ থেকে বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে। শুধু ক্রিকেট ও ফুটবল নয়, ভলিবল, কুইজ ও অন্যান্য খেলার মাধ্যমে সব বয়সের মানুষ এই উদযাপনে অংশগ্রহণ করতে পারবেন।
সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা বলেন, “৭৫ বছর ধরে আমরা খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে আসছি। এবারও সারা বছর ধরে খেলার মধ্য দিয়ে এই ঐতিহ্যকে উদযাপন করব।”
এই ক্লাবের ইতিহাস ও ক্রীড়া সংস্কৃতিকে ধরে রাখতেই বালুরঘাটবাসীর কাছে ৭৫তম বর্ষ উদযাপন বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে।


























