বালুরঘাট, ১২ আগষ্ট —- বালুরঘাটের মাটি—সবার চাইতে খাঁটি। ঠিক এই বার্তাই ছড়িয়ে পড়ল শহরের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে। মঙ্গলবার পুরসভার সুবর্ণতটে এক সাংবাদিক বৈঠকে নিজস্ব লেখা গান দিয়ে শহরকে অভিনন্দন জানালেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। ‘বালুরঘাটের মাটি সবার চাইতে খাটি’—শিরোনামে সেই থিম সঙের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন তিনি।
প্রাচীন এই পুরসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরভর নানা কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। উদ্বোধনের মঞ্চে হাজির ছিলেন প্রায় সমস্ত কাউন্সিলর। গানের সুর দিয়েছেন কলকাতার বিশিষ্ট শিল্পী অভিজিৎ আচার্য্য, তবে গীতিকার হিসেবে জায়গা করে নিয়েছেন স্বয়ং চেয়ারম্যান।
এদিন একইসঙ্গে শহরের সমস্ত পুজো কমিটিগুলির জন্য এক অভিনব অ্যাপেরও উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দুর্গাপুজোর অনুমতি মিলবে অনলাইনে, ঘরে বসেই। অশোক মিত্র বলেন, ‘‘পুজোর আগে এই অ্যাপ চালু হওয়ায় কমিটিগুলির সময় ও শ্রম—দুটোই বাঁচবে।’’
শহরের সত্তরোর্ধ্ব যাত্রায় এবার যোগ হল এক নতুন সুর—যা শুধু উদ্যাপনের গান নয়, বালুরঘাটবাসীর গর্বের প্রতিধ্বনি