৭৫ তম প্রজনতন্ত্র দিবস উদযাপন ও বস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হলো আল আমীন মডেল মিশনে।

0
331

৭৫ তম প্রজনতন্ত্র দিবস উদযাপন ও বস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হলো আল আমীন মডেল মিশনে।

প্রতি বছরের মতো এবারও
সরকারি স্বীকৃতি আল আমীন মডেল মিশনের পক্ষ থেকে ৭৫ তম প্রজনতন্ত্র দিবস উদযাপন করা হলো। আল আমীন মডেল মিশনের ছাত্র ছাত্রীদের নিয়ে সকালে প্রভাত ফেরী করা হয়। প্রভাত ফেরী শেষ করে আল আমীন মডেল মিশনের সামনে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত করা হয়। জাতীয় সঙ্গীত শেষ করে মিশনের ছোটদের দিয়ে নিত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তার পর এলাহাবাদ অঞ্চল এলাকার অসহায় দুষ্ট মানুষ জনদের হতে শীতবস্ত্র বিতরন করা হয়। এদিন প্রায় ১৫০ জন দুস্থদের হাতে কম্বল, চাদর, মশারী ও কাপড় তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আল আমীন মডেল মিশনের কণ্যধার জামিল আক্তার, বংশীহারী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সামিউন কবির, এলাহাবাদ অঞ্চলের উপ প্রধান আতাউর রহমান সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা।
এই বিষয়ে আল আমীন মডেল মিশনের কর্ণধার জামিল আক্তার জানিয়েছেন প্রতি বছরের মত এ বছরও আমরা আল আমিন মডেল মিশনের পক্ষ থেকে 75 তম প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলন প্রভাতের মাধ্যমে পালন করলাম। এছাড়াও আজকের এই মহৎ দিনে আমরা দুস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান করলাম।

এই বিষয়ে বংশীহারী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সামিউল কবির জানিয়েছেন আজ ২৬ শে জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করছেন আল আমীন মডেল মিশন ও দুস্থদের হাতে শীত বস্ত্র দান করছেন আমরা সেখানে এসেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here