৭২ ঘণ্টা পরেও ধোঁয়াশা! ইনজেকশন কান্ডে অন্ধকারে প্রশাসন, আতঙ্কে গোটা বালুরঘাট

0
111

৭২ ঘণ্টা পরেও ধোঁয়াশা! ইনজেকশন কান্ডে অন্ধকারে প্রশাসন, আতঙ্কে গোটা বালুরঘাট

বালুরঘাট, ২১ জুলাই —- বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর অসুস্থ আট প্রসূতি মায়ের শারীরিক অবস্থা তিনদিন পরেও ধোঁয়াশায়। এখনও সিসিইউ-তে চিকিৎসাধীন তাঁরা। কেন এই ঘটনা? ৭২ ঘণ্টা পেরিয়েও তার সঠিক উত্তর দিতে পারছে না জেলা স্বাস্থ্য দপ্তর। উদ্বেগ বাড়াচ্ছে পরিবার থেকে চিকিৎসক মহল—সবারই প্রশ্ন, তদন্তের গতি এত ধীর কেন?

সোমবার বিকেলে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে যান জেলাশাসক বিজিন কৃষ্ণা। সঙ্গী মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থা খতিয়ে দেখে জেলাশাসক জানান, আপাতত সংক্রমণের তীব্রতা কিছুটা কমেছে, মায়েদের শারীরিক অবস্থাও খানিকটা স্থিতিশীল। পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি।

তবে কেন এই ইনজেকশন কাণ্ড? জেলাশাসক সাফ জানিয়ে দিয়েছেন, কয়েকটি বিশেষ পরীক্ষার রিপোর্ট আসার পরই পরিষ্কার করে কিছু বলা যাবে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরও বক্তব্য একই। তবে তাতে ক্ষোভের আগুনই যেন আরও বেড়েছে রোগী পরিবারদের মধ্যে। তাঁদের স্পষ্ট অভিযোগ, “এত বড় ঘটনা ঘটল, অথচ তিনদিন কেটে গেলেও কেন কারণ জানা যাচ্ছে না?”

শুধু পরিবার নয়, হাসপাতালে অন্য রোগীর আত্মীয়রাও আতঙ্কে। ইনজেকশন-কাণ্ডের পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। গাফিলতির অভিযোগে সরব জেলার চিকিৎসক মহলও। ঘটনায় তদন্তের গতি আরও বাড়াতে তৎপর প্রশাসন। তবে ঠিক কী কারণে আটজন প্রসূতির শারীরিক অবনতি, সেই উত্তর এখনও অধরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here