শিলিগুড়ি:-

লকডাউনে সক্রিয় পাচার চক্র।৭১৩ কার্টুন মদ বিহারে পাচারের আগে উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।গ্রেপ্তার ২।গোপন সুত্রের খবরের ভিত্তিতে বুধবার বিকেলে ফুলবাড়ী টোলগেট এলাকাতে তল্লাশি শুরু করে সাদা পোশাকের পুলিশ।অসম থেকে বিহার গামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমানে বিদেশী মদ।গ্রেপ্তার করা হয় ট্রাক চালক জিতেন্দ্রর সিং সহ সহকারি চালক সনু কুমার।তাদের কাছে মদের কাগজ দেখতে চাইলে কোন বৈধ কাগজ দেখাতে পারে না তারা।পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে থানায়।পুলিশ সুত্রে জানা গিয়েছে মেঘালয় থেকে বিহারে পাচারে জন্য এই বিদেশী মদ অবৈধ ভাবে নিয়ে যাচ্ছিল।উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় ১৭লক্ষ ১১হাজার ২০০ টাকা।বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডে আবেদন জানানো হবে আদালতের কাছে।যেখানে বিহার,পশ্চিমবঙ্গ,সহ বেশ কয়েকটি রাজ্যে লকডাউন লাগু রয়েছে,সেখানে কিভাবে লকডাউনকে উপেক্ষা করে প্রশাসনের চোখে ধুলো দিয়ে বিভিন্ন রাজ্য পেরিয়ে বিহারে মদের কারবার করছে মদ মাফিয়ারা,তা নিয়ে কিন্তু ধোয়াশা একটা রয়েই যায়।
