৬৫ লক্ষ টাকা ব্যয়ে বিচারকদের জন্য বালুরঘাট আদালতে উদ্বোধন লাইব্রেরীর

0
269
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৫ ডিসেম্বর— বালুরঘাটে উদ্বোধন হল জেলার বিচারকদের লাইব্রেরী ভবন। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা বিচারালয় চত্বরে প্রদীপ প্রজ্বলন করে এবং ফিতা কেটে নতুন লাইব্রেরী ভবনের উদ্বোধন করেন জেলা আদালতের মুখ্য বিচারক সুযাশা মুখার্জি। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের একাধিক বিচারক, সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী প্রমুখ।     জানা গেছে  পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে লাইব্রেরী ভবনটি নির্মিত হয়েছে । যার খরচ হয়েছে ৬৪ লক্ষ ৯৫ হাজার টাকা। দক্ষিণ দিনাজপুর জেলা বিচারালয়ে মোট ১১ জন বিচারক রয়েছে। লাইব্রেরি ভবনটি উদ্বোধিত হওয়ার ফলে বিচারকদের সুবিধা হবে।       দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারী কর্মী মানিক মন্ডল বলেন, নতুন লাইব্রেরী ভবনের উদ্বোধনের ফলে বিচারকদের সুবিধা হবে।ReplyReply allForward

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here