৪৯তম বর্ষে গঙ্গারামপুরে কালদিঘি ক্লাবের শ্যামা পূজাতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে পূজা উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র ও চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ বিশিষ্টজনেরা, ক্লাব সদস্যদের কাজে খুশি হয়ে সাধুবাদ জানালেন মন্ত্রী ও চেয়ারম্যানও শীতল চক্রবর্তী বালুরঘাট ১৯ নভেম্বর দক্ষিণ দিনাজপুর। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুরে পদাতিক ক্লাবের ৪৯তম বর্ষে শ্যামা পূজার থিম আধার থেকে আলো পূজা মন্ডপের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ বিশিষ্টজনেরা।রবিবার সন্ধ্যায় মন্ত্রী ও পুরসভার চেয়ারম্যান এই ক্লাবের পুজোর উদ্বোধন করে ক্লাবের সকল সদস্যদেরকে সাধুবাদ জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিঘি পদাতিক ক্লাব শ্যামাপূজাতে দিয়েছে বিরাট আকারে চমক। প্যান্ডেলে তুলে ধরেছে আধার থেকে আলোর দিশা, রয়েছে বিরাট আকারে আলোকসজ্জা, সচেতনতামূলক থিম যা শিশু-কিশোরদের দেবে বিনোদন। প্রতিমাতে শিল্পী তুলে ধরেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের থিম। গঙ্গারামপুরে কালদিঘী ক্লাবটি সারা বছরই মানুষজনদের জন্য সবার সেবামূলক কাজ করে যান।পাশেই মহকুমা হাসপাতাল থাকায় অসহায় মানুষজনদের পাশে তারা সব সময় দাঁড়ান বলে খবর।শুধুমাত্র সমসামূলক কাজে নয় তারা প্রতিবছরই শ্যামা পূজাতে বিরাট আকারে চমক দিয়ে থাকে।রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে কেটে প্যান্ডেল ও প্রতিমা উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার,সমাজসেবী সুব্রত মুখার্জি,সারর্দুল মিত্র, কালদিঘি পদাতিক ক্লাবের সম্পাদক আনন্দ দাস, দমদমা গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা সরকার, ক্লাবের বহু সদস্য সহ বিশিষ্টজনের উপস্থিত ছিলেন। উদ্বোধন করার পরে মন্ত্রী বিপ্লব মিত্র জানান,”কালদিঘী পদ্ধতিক ক্লাবের শ্যামা পূজো সাম্প্রতির মেল বন্ধন।পূজোর পাশাপাশি এই ক্লাবের সদস্যরা সমাজ সেবামূলক কাজ করায় তাদের সঙ্গে আমরা রয়েছি উদ্যোক্তাদেরও সাধুবাদ জানাই।” গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,”উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি সমাজ সেবামূলক কাজেই ক্লাবের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাদের পাশে আমি রয়েছি আর থাকবো।” কালদি পদাতিক ক্লাবের সম্পাদক আনন্দ দাস জানিয়েছেন,”পুজোতে বিভিন্ন ধরনের থিমের আয়োজন করা হয়েছে।রবিবারে পুজো উদ্বোধন হয়ে গেল মন্ত্রী ও চেয়ারম্যানের হাত দিয়ে।সকলকে আমাদের ক্লাবের পুজো দেখার আমন্ত্রণ রইল।” এবারও যে কালদিঘি পদাতিক ক্লাবে শ্যামাপূজোতে মানুর জন্য আকর্ষিত হবেই সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।