৪৮ ঘণ্টার মধ্যে চুরির কিনারা!

0
113

৪৮ ঘণ্টার মধ্যে চুরির কিনারা! ব্যাঙ্ক-পোস্ট অফিসে হানায় গ্রেফতার কুমারগঞ্জের তিন যুবক

বালুরঘাট, ১৯ জুলাই —– ব্যাঙ্ক ও পোস্ট অফিসে চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার তিন যুবক। কুমারগঞ্জের গোপালগঞ্জে একই রাতে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে দু:সাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। শেষমেশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দ্রুত তৎপরতায় অভিযুক্তদের ধরে ফেলল কুমারগঞ্জ থানার পুলিশ। শনিবার দুপুরে বালুরঘাটে সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।

পুলিশ সুপার জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সাহায্যে তিন অভিযুক্তের হদিস মেলে। ধৃতরা হল সঞ্জীব সরকার (১৮), আলিম আজম (১৮) ও জাকির শেখ (২৩)। তিনজনেই কুমারগঞ্জের বাসিন্দা। দু’জনকে কুমারগঞ্জ থেকে এবং এক জনকে গঙ্গারামপুর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের সাত দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে কুমারগঞ্জের গোপালগঞ্জে একই ছাদের তলায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে চুরির চেষ্টা হয়। গ্রীল ও তালা কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। তবে শেষ পর্যন্ত ভল্ট ভাঙতে পারেনি তারা। ফলে আর্থিক ক্ষতি বিশেষ হয়নি। তবুও একই রাতে দুটি সরকারি দফতরে চুরির চেষ্টা ঘিরে আতঙ্ক ছড়ায়। পুলিশি তদন্তের পর অবশেষে অভিযুক্তরা ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here