৪১ হাতের বিশালাকার বজরংবলীর পুজোকে ঘিরে উন্মাদনা বালুরঘাটের ভূষিলা এলাকায়

0
392

৪১ হাতের বিশালাকার বজরংবলীর পুজোকে ঘিরে উন্মাদনা বালুরঘাটের ভূষিলা এলাকায়। তপোবন গড়ার ভাবনা পুজো উদ্যোক্তাদের।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ জানুয়ারী ——– ৪১ হাতের সুউচ্চ বজরংবলীর পুজোকে ঘিরে উন্মাদনা ভূষিলা গ্রামে। রবিবার সকাল থেকে বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুষিলা গ্রামে এই বিশালাকার দেবতার পুজোকে ঘিরে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। চলে সাতদিন ব্যাপী বিরাট মেলার আয়োজনও। জানা যায়, ভূষিলা এলাকার ওই বজরংবলী পুজোটি এবারে দশম তম বছরে পা দিয়েছে। প্রতিবছর ওই গ্রামে এই সময়ে বজরংবলীর পুজো হলেও এবারে রাম মন্দির উদ্বোধনের আবহে সেই পুজো যেন বাড়তি মাত্রা পেয়েছে। মন্দির চত্বরকে কেন্দ্র করে এবারে বসেছে বিরাট গ্রাম্য মেলার আয়োজনও। শুধু তাই নয়, বজরংবলীর পাশাপাশি এলাকায় পুজিত হচ্ছে রাম, সীতা লক্ষণেরাও। সাতদিন ব্যাপী এই পুজো ও তাকে ঘিরে মেলার আয়োজনে মনোমুগ্ধকর সাজ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এলাকা। যেখানে সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে রাম যাত্রা, রামায়ন পাঠ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় দেড়মাস ধরে হরিরামপুরের প্রতিমা শিল্পী অর্জুন দেবনাথ ও তার ছয়জনের দল বিরাট আকারের ওই বজরংবলীর মুর্তিটি তৈরি করেছে বলে দাবি করেছেন পুজো উদ্যোক্তারা।

পূজা কমিটির তরফে উজ্জ্বল দাস ও নান্টু মহন্তরা জানান, ৪১ হাত উচ্চতার এই বজরংবলির বিগ্রহটির পুজোকে কেন্দ্র করে মানুষের ভিড় উপচে পরেছে। দশবছর ধরে এলাকায় পুজিত হয়ে আসছে এই বিগ্রহ।আগামীতে এলাকায় তপোবন গড়বার ভাবনা নিয়ে এগোচ্ছেন পুজো উদ্যোক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here