মালদা,২৭ মে : ঘটনার ২৪ ঘন্টার মধ্যে প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে ডাকাতির ঘটনার কিনারা করল ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, সম্রাট দাস (২৫)।বাড়ি পুরাতন মালদার রবীন্দ্র পল্লী এলাকায়।অস্থায়ী ঠিকানা ইংরেজ বাজারের কৃষ্ণকালী তলা এলাকায়। আরেকজনের নাম,দশরথ মন্ডল(২৬)।বাড়ি পুড়াতন মালদার মৌলপুর লেবু বাগান এলাকায়।
এই ঘটনার পেছনে আরো ৩ জন জারিত বলে জানা গিয়েছে।ধৃতরা প্রাক্তন পুলিশ কর্মীর ছেলের পরিচিত বলে সূত্রের খবর।
বর্তমানে ছেলে রয়েছে নেশামুক্ত কেন্দ্রে
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর ২৪ ঘন্টার মধ্যে প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে ডাকাতির ঘটনার কিনারা করল ইংরেজবাজার...