২১ জুলাই কলকাতা ধর্মতলার শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতি সভা

0
40

বংশীহারী ব্লকের কুশকারীতে ২১ জুলাই কলকাতা ধর্মতলার শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতি সভা করা হলো জেলা কিষাণ তৃণমূল ক্ষেতমজদুর সংগঠনের তরফে, ভিড় হয়েছিল ব্যাপক

শীতল চক্রবর্তী বুনিয়াদপুর ৩ জুলাই দক্ষিণ দিনাজপুর। দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের কুশকারি এলাকায় জেলা কিষাণ তৃণমূল ক্ষেতমজুর সংগঠনের তরফে ২১জুলাই ধর্মতলায় সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতি সভা করা হলো কুশকারী এলাকায়।দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এবারে ২১জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলায় চলো,সেই ঐতিহাসিক অনুষ্ঠানে সংগঠনের বহু কর্মী সমার্থক কলকাতায় নিয়ে যাবার লক্ষ্যে রয়েছে বলে জানিয়েছে কিষাণ ক্ষেতমজুরের জেলা সম্পাদক শাহানশা মোল্লা ও জেলা তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের। তৃণমূলের কিষান ক্ষেত মজদুর সংগঠনের তরফে জানা গেছে, আগামী ১৭জুলাই থেকে শুরু হয়ে যাবে ধর্মতলায় যাওয়ার প্রস্তুতি।প্রতি বছরের মতো এবছরও ট্রেনের ব্যবস্থা রয়েছে, কর্মীরা যাবে বাসে করেও।এদিনের এই প্রস্তুতি সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল,জেলা তৃণমূল কিষাণ খেতমজুরের জেলা সভাপতি শাহানশা মোল্লা, জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি কৌশিক সাহা(হ্যালো),কিষাণ খেতমজুরের বংশীহারী ব্লক তৃণমূলের সভাপতি এমদাদুল হক,বংশীহারী ব্লক তৃণমূলের সভাপতি পার্থ প্রতিম মজুমদার, বংশীহারী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সামিউন কবির,মহাবাড়ী অঞ্চল তৃণমূলের সভাপতি সুকান্ত মণ্ডল,মহাবাড়ী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ্য মোকলেসুর রহমান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
এদিনের এই প্রস্তুতি সভাতে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন,”আমরা সকলে মিলে ২১জুলাই সম্মেলনে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিপুল পরিমাণে দলীয়কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি সভা করা হচ্ছে।এদিনের প্রস্তুতি সভা জেলা কিষাণ খেতমজুরের পক্ষ থেকে করা হয়েছে বেশি করে ধর্ম তলায় কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য।
এই বিষয়ে জেলা কিষান তৃণমূল ক্ষেতমজুরের জেলা সভাপতি শাহানশা মোল্লা ও যুব তৃণমূলে জেলার সহ-সভাপতি কৌশিক সাহারা জানিয়েছেন,”২১জুলাই ধর্মতলাতে তৃণমূলের শহীদ দিবসে আমরা এবার দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ঐতিহাসিক মাত্রায় কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার প্রস্তুতি চালাচ্ছি জোর কদমে।কুশকারীতে এলাকায় কিষাণ খেতমজুরের পক্ষ থেকে ২১জুলাইকে সামনে রেখে করা হলো বিরাট প্রস্তুতি সভাও।” এদিনের এই কিষাণ তৃণমূল কংগ্রেসের সভাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here