২০ গ্রাম হিরোইন সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ, তদন্তের স্বার্থে আদালত ৭দিনের পুলিশ রিমাইন্ড দিয়েছে অভিযুক্তকে
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,দক্ষিণ দিনাজপুর ,৩০ জুন :–গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ ২০গ্রাম হিরোইন সহ যুবককে গ্রেফতার করেছে। সেই সঙ্গে বিভিন্ন ঘটনায় আরো ২৪জনকে গ্রেফতার করা হয়েছিল৷মঙ্গলবার রাতে হিরোইন সহ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বানগড় এলাকায় থেকে পুলিশ গ্রেফতার করেছে।বাকিদের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় বলে পুলিশি সুত্রে খবর৷
পুলিশ জানাই,২০গ্রাম হিরোইন সহ ধৃত ওই যুবকের নাম সুকুমার সরকার তার বাড়ি গঙ্গারামপুরের পুর্বহালদারপাড়ায়৷বাকি আরো ৩জন সেখান থেকে পালিয়ে গেছে বলে খবর।২০গ্রাম হিরোইনের দাম প্রায় ৫০হাজার টাকার মত

গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,অভিযুক্তকে বুধবার বালুরঘাট আদালতে পাঠানো হয়েছে।হিরোইন ঘটনায় আদালত ৭দিনের পুলিশ রিমাইন্ড দিয়েছে।বাকি ২৪জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ।