১ লা জানুয়ারী থেকেই চালু হচ্ছে বালুরঘাট – শিয়ালদহ নতুন এক্সপ্রেস ট্রেন

0
424

স্টার সংবাদের খবরে সীলমোহর। ১ লা জানুয়ারী থেকেই চালু হচ্ছে বালুরঘাট – শিয়ালদহ নতুন এক্সপ্রেস ট্রেন। চুড়ান্ত ঘোষণা ইস্টার্ন রেলওয়ের।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৯ ডিসেম্বর ——— স্টার সংবাদের খবরেই সীলমোহর। নতুন বছরের প্রথম দিন থেকেই চালু হচ্ছে বালুরঘাট – শিয়ালদা এক্সপ্রেস ট্রেন। শুক্রবার ট্রেনের সময়সূচি ও উদ্বোধনের সময়সূচি উল্লেখ করে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে ইস্টার্ন রেলওয়ে। রেল দপ্তর সূত্রের খবর অনুযায়ী, প্রতিদিন বালুরঘাট স্টেশন থেকে সন্ধ্যা সাতটায় ছাড়বে ওই নতুন ট্রেনটি। যা শিয়ালদাতে গিয়ে পৌঁছাবে সকাল চারটে কুড়ি মিনিটে। অপরদিকে শিয়ালদা থেকে রাত্রি সাড়ে দশটায় ছেড়ে পরদিন সকাল সাড়ে আটটায় বালুরঘাট স্টেশনে পৌঁছাবে বালুরঘাট – শিয়ালদা নতুন এক্সপ্রেস ট্রেনটি। রবিবার দুপুর ১২ টায় খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে যার আনুষ্ঠানিক উদ্বোধনও হবে বলে জানিয়েছে রেলদপ্তর। ২০২৪ সালের ১ লা জানুয়ারী এই উদ্বোধনী অনুষ্ঠানটি হলেও ঠিক পরদিন অর্থাৎ ২ রা জানুয়ারী থেকে নিয়মিতভাবে চলবে বালুরঘাট – শিয়ালদহ নতুন এক্সপ্রেস ট্রেনটি। এদিন ইস্টার্ন রেলওয়ে থেকে জারি করা এই বিজ্ঞপ্তি সামনে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিন দিনাজপুর জেলাতে।

প্রসঙ্গত, গৌড় লিংক ট্রেনের হাত ধরে প্রায় ৫৬ বছর পর দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ প্রথম ট্রেনে চড়ার স্বাদ পেয়েছিল। যে ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে একটি নির্দিষ্ট সময়ে ছাড়লেও মালদায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। কেননা এই লিঙ্ক ট্রেনটিকে মালদায় গিয়ে প্রধান গৌড় এক্সপ্রেসের সাথে জুড়ে দেওয়া হয়। যে প্রক্রিয়া নিয়ে দীর্ঘ জটিলতায় কার্যত হাসফাস অবস্থা তৈরি হত এজেলার মানুষদের। শিয়ালদহ থেকে ফিরবার পথে সেই দুর্ভোগ যেন আরো মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছাত রেলযাত্রীদের কাছে। সময়ের সাথে সাথে রেল ব্যবস্থার উন্নতি হতে থাকলেও গৌড় লিঙ্ক নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের দুর্ভোগ যেন সেই তিমিরেই রয়ে গিয়েছিল। যা নিয়ে কখনও রাজনৈতিক নেতৃত্বরা, আবার কখনও অরাজনৈতিক বিভিন্ন সংগঠন তাদের ক্ষোভ উগড়েছেন নানা ভাবে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে এজেলার মানুষকে সেই দুর্ভোগ থেকে মুক্তি দিতে উদ্যোগী হয় বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। নির্বাচনের ঠিক প্রাক মুহুর্তে বালুরঘাট থেকে সরাসরি শিয়ালদা গামী একটি নতুন ট্রেন চালু করবার আশ্বাসও দেন তিনি। যা নিয়ে একাধিক তারিখও ঘোষিত হয়। কিন্তু একের পর এক তারিখ বদলে যাওয়ায় শাসকদলের নেতাদের নানা প্রশ্নের মুখেও পড়তে হয় এই কেন্দ্রের সাংসদকে। আর যারপরেই এদিন রেলদপ্তরের তরফে প্রকাশিত ট্রেনের সময়সূচি ও উদ্বোধনের সময়সূচি ঘোষিত হতেই কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েন এজেলার মানুষ। খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সাংসদ সুকান্ত মজুমদারও। তবে ডিসেম্বরে এই নতুন ট্রেন যে একেবারে অনিশ্চিত ছিল তা একমাত্র স্টার সংবাদই তাদের খবরে তুলে ধরেছিল। এদিন রেলদপ্তর থেকে প্রকাশিত ওই ট্রেনের উদ্বোধনের দিন চুড়ান্ত হতেই যেন সেই খবরেই কার্যত সীলমোহর পড়েছে।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, রেলমন্ত্রীর উপস্তিতিতে নতুন বছরের প্রথম দিনেই চালু হবে বালুরঘাট – শিয়ালদহ নতুন এক্সপ্রেস ট্রেনটি। বছরের প্রথমদিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও নিয়মিতভাবে পরের দিন থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী চলবে এই ট্রেনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here