জলপাইগুড়ি:- ব্যাংকিং ল’জ (অ্যামেন্ডমেন্ট) বিল 2021 বাতিল, ব্যাংক বেসরকারীকরণ বন্ধ করা, কান্ট্রাক্ট- ক্যাজুয়াল কর্মীদের ছাটাই না করা এবং স্থায়ীকরণের দাবিতে ১৬ এবং ১৭ ডিসেম্বর দেশ ব্যাপী ব্যাংক ধৰ্মঘট । ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। ব্যাংক বেসরকারী করণের বিরুদ্ধে সারা ভারতের মতো বৃহস্পতিবার ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়ছে শহর জলপাইগুড়িতে । ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের আন্ডারে নয়টি ব্যাংকের ইউনিয়ন একত্রিত হয়ে এদিন বিভিন্ন ব্যাংকের বেসরকারী করণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ব্যাংকের সামনে।