১৫ নয়, ১৮ ই আগষ্ট স্বাধীন হয়েছিল বালুরঘাট

0
270

১৫ নয়, ১৮ ই আগষ্ট স্বাধীন হয়েছিল বালুরঘাট। জাতীয় পতাকা উড়িয়ে বালুরঘাটের স্বাধীনতা দিবস স্মরণ বিজেপির।

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৮ই আগস্ট—  ১৮ই আগস্ট মহাসমারোহে স্বাধীনতা দিবস পালন বালুরঘাটে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাই স্কুল ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। জাতীয় সংগীত গেয়ে পালন করা হয় বালুরঘাটের স্বাধীনতা দিবস ।  ৪৭এর ১৫ ই আগস্ট স্বাধীনতার আনন্দ নিয়ে যখন মাতোয়ারা গোটা দেশ । ঠিক তখনই যেন কালো ছায়া নেমে এসেছিল বালুরঘাটবাসীর কাছে । কেননা ১৪ই আগস্ট রাতে পাকিস্তানি খানসেনা বালুরঘাটের দখল নিয়েছিল । ১৫ই আগস্ট যখন দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে তখন বালুরঘাটে মহকুমার শাসক ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক তুলেছিলেন । গোটা বালুরঘাট চলে গিয়েছিল পাকিস্তানের দখলে ।তারপর স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়, পুলিনবিহারী দাস গুপ্ত সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সোচ্চার হোন । সেই সময় র‍্যাডক্লিপ বালুরঘাট রায়গঞ্জ ও অসমের কিছু এলাকাকে ‘ন্যাশনাল এরিয়া’ বলে ঘোষণা করেছিলেন । অবশেষে ১৭ই আগস্ট আন্দোলনের চাপে বর্তমান বাংলাদেশের পত্নীতলা, ধামাইহাট সহ বেশ কিছু এলাকা বাদ দিয়ে বালুরঘাট সহ মোট পাঁচটি থানা ভারতের অন্তর্ভুক্ত হয় । ১৮ই আগস্ট বালুরঘাটকে স্বাধীন বলে জানিয়ে দেওয়া হয়েছিল । স্বাধীনতা লাভের পর বালুরঘাট প্রথম জাতীয় পতাকা তুলে ছিল স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় । সেই থেকে এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে বালুরঘাটবাসী । বিজেপির উদ্যোগে তা আরো আড়ম্বরপূর্ণ করা হয়েছে ।
বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন,, ঘটা করে পালন করা হয়েছে বালুরঘাটের স্বাধীনতা দিবস ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here