১১ জনের বিজ্ঞপ্তি নিয়ে ১৯ জনের নিয়োগ দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে, দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ, রাস্তায় নামলো বাম-বিজেপি

0
569

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ এপ্রিল—-– সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে নিয়োগ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ তুলে আন্দোলনে নামলো বাম- বিজেপি। শনিবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটে। বিজেপির অভিযোগ, বিজ্ঞাপনে প্রকাশিত রয়েছে ১১ টি শুন্যপদ, কিন্তু  সেক্ষেত্রে কিভাবে ১৯ জনকে নিয়োগ করেছে ব্যাঙ্ক কতৃপক্ষ?  যা নিয়েই প্রশ্ন তুলে সরব হয়েছেন সকলেই। শুধু তাই নয় ২১ জনের ওয়েটিং লিস্টও প্রকাশ করা হয়েছে। যেসবের কোন ক্ষেত্রেই রোস্টার না মেনে সম্পুর্ন নিয়ম বহির্ভূত ভাবে নিজেদের লোককে পাইয়ে দেবার অভিযোগ তুলে একজোটে সরব হয়েছে বাম-বিজেপি। ঘটনা নিয়ে সিবি আই তদন্তের দাবি তুলেছে বিজেপির যুব মোর্চা। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। 

জানা যায়, একটি দৈনিক সংবাদ পত্রিকায় গ্রুপ ডির ১১ টি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করে দক্ষিন দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। যেখানে আবেদন জানায় ১ হাজার ৮০ জন চাকরি প্রার্থী, লিখিত পরীক্ষাও দেয় ৮৪২ জন। গ্রুপ ডি পদের সেই লিখিত পরীক্ষায় কৃতকার্য ৪০ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। প্রথম তালিকায় ১৯ জনের নাম রয়েছে, যাদের ৮ (আট) এপ্রিলের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে। বাকি ২১ জনের ওয়েটিং লিস্টে নাম রয়েছে। যা সামনে আসবার পরেই দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ তুলে একজোটে সরব হয় বাম বিজেপি। ঘটনা নিয়ে এদিন রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখা যায় বিজেপিকে।

যে প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন বিজেপির দুই বিধায়ক ড: অশোক কুমার লাহিড়ী ও বুধরাই টুডু। এছাড়াও ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্ত, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। এদিন বিক্ষোভের আগে বালুরঘাটে দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। অন্যদিকে একই দাবিতে বালুরঘাটের জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করে আর এস পির যুব সংগঠন আরওয়াইএফ এবং ডি ওয়াই এফআই। পরে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকেও ব্যাংকের সামনে বিক্ষোভও দেখানো হয়।  

  বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্ত জানান, জেলা কো-অপারেটিভ ব্যাংকের নিয়োগে দুর্নীতি হয়েছে। পাশাপাশি তৃণমূলের বেশ কিছু নেতার আত্মীয়দের নাম রয়েছে তালিকায়। যা থেকেই মনে করা হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণ করা হয়েছে। তিনি আরো অভিযোগ করেন যে, বর্তমানে যিনি কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান রয়েছেন তিনি কিছুদিন আগের পৌরসভা নির্বাচনে বালুরঘাটের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ছিলেন এবং জয়ী হন। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা না হ‌ওয়ায়, তার বিরুদ্ধে বিক্ষোভ হয় এবং পরে মিটমাট হয়ে যায়। ওই ওয়ার্ডের এক তৃনমূল নেতার  আত্মীয়ের নাম নিয়োগ তালিকায় রয়েছে। ফলে, আমাদের দাবি এই বিষয়ে তদন্ত হ‌ওয়া প্রয়োজন। 

বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী বলেন, দুর্নীতি ও স্বজনপোষণ মানেই যোগ্যরা নয় অযোগ্যরা স্থান পাবে। আর যার মাধ্যমে আরো দুর্নীতি বাড়বে। এসব বন্ধ হওয়া প্রয়োজন। 

আর এস পির তরফে সুপ্রিয় রায় বলেন, পুরো লিস্ট টাতে বেছে বেছে তৃণমূল নেতা ও তার পরিবারের নাম উঠেছে। এসবের তদন্তের দাবি নিয়ে জেলাশাসক কে লিখিত অভিযোগ করেছেন।

যদিও দক্ষিণ দিনাজপুর জেলা কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান বিপ্লব খাঁ বিজেপির অভিযোগ অস্বীকার করে জানান, ভিত্তিহীন অভিযোগ। লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে। স্বজনপোষণের অভিযোগ ভিত্তিহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here