শিলিগুড়ি:-
১১বছরের এক নাবালিকাকে ঘরে টেনে হিচরে ঢুকিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে নির্মল সরকার নামে ৫০ ঊর্ধ্ব এক ব্যাক্তিকে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে,গত ১৮ই ফেব্রুয়ারী শিলিগুড়ির সাউথ কলোনির সেই নাবালিকাকে ঠাকুর ঘরের কাজের ছলে বাড়িতে দাকে নির্মল সরকার নামে ওই প্রতিবেশী,এরপরেই বলপূর্বক সেই নাবালিকার ওপর ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত নির্মল সরকার।পরবর্তীতে নাবালিকাটির চিৎকার শুনে ছুটে আসে নির্মল সরকারের মা।তার পরেই নাবালিকাকে ছেরে দিয় সেই ব্যক্তি।
তবে জানা গেছে এই ঘটনা যাতে আর কাউকে না জানানো হয় তার জন্য সেই নাবালিকা ও তার পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়।
যার ফলস্বরূপ এই নাবালিকা ভয়ে বিষয়টি কারোর কাছে জানায়নি,তবে কিছুদিন পর নাবালিকা অসুস্থ বোধ করলে বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পারে।তারপরেই সে সমস্ত বিষয়টি খুলে বলে পরিবারের সদস্যদের।অভিযোগের পরপরই বুধবার নাবালিকাকে নিয়ে পরিবারের সদস্যরা নিউ জলপাইগুড়ি থানায় নির্মল সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত নির্মল সরকারকে।বুধবার রাতেই নিগৃহীত নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরিবারের সদস্যরা অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানান।
মুখ ব্লার করে দিয়েন।