জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পন্য বোঝাই ১০ চাকার লড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ধাক্কা।এই ঘ্যনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চেকপোস্ট এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে।এই দুর্ঘটনার জেরে পাথর বোঝাই লড়িটি দুমরে মুচরে লড়ির মধ্যেই আটকে পড়ে চালক ও খালাসি।ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইটাহার থানার পুলিশ স্থানীয় মানুষ জেসিবি গাড়ির সহযোগিতায় লড়ির চালক ও খালাসিকে উদ্ধার করে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসা চলাকালিন গাড়ির চালকে মৃত্যু হয়,খালাসির চিকিৎসা চলছে।স্থানীয় সুত্রে জানাজায় এদিন সকালে রায়গঞ্জ মূখে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল পন্য বোঝাই লড়িটি।পাথর বোঝাই লড়িটিও মালদা থেকে রায়গঞ্জ মূখে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লড়ির পেছনে ধাক্কা মারলে পাথর বোঝাই লড়ির সামনে অংশ দুমরে মুচরে যায়। ঘটনায় মৃত্যু হয় পাথর বোঝাই লড়ি চালকের।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সকালে একদিকে কোয়াশা এবং চালকে ঘুম পেয়েছিল বলেন এই দুর্ঘটনা ঘটে। পুলিশ চালক ও খালাসির নাম পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে।























