শিলিগুড়ি:-১ই জুলাই থেকে দেশ ব্যাপী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ওপর এবং তার পর থেকেই শহর শিলিগুড়িকে প্লাস্টিক মুক্ত করে তুলতে তৎপর প্রশাসন।প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা জারির প্রথমদিন থেকেই বিভিন্ন বাজারে ও রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে সচেতন করতে পথে নামে শিলিগুড়ি পুরনিগম তবে বারংবার সচেতন করার পরেও বহু ক্রেতা ও বিক্রেতারা অসচেতন হয়ে প্লাস্টিকের ব্যাবহার করে চলেছে।তাই এবার অসচেতন মানুষদের সচেতন করতে করা পদক্ষেপ নিয়ে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগমের ৩নং বোরো কমিটি। মঙ্গলবার ৩নং বোরো কমিটির চেয়ারম্যান মিলি শীল সিনহার নেতৃত্বে শিলিগুড়ির ফুলেশ্বরী বাজারে অভিযানে নামে ৩নং বোরো কমিটি,এদিনের এই অভিযানে অসচেতন মানুষদের সচেতন করার পাশাপাশি বিপুল পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও থার্মকলের জিনিসপত্র আটক করা হয় ব্যবসায়ীদের কাছ থেকে।এদিন ব্যাবসায়ীরা জানান,সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাবহার করতে বারণ করা হয়েছে তবে অনেক প্লাস্টিকের ব্যাগ রয়েছে যেগুলো দেখলে মনে হয় কাপড়ের ব্যাগ ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।পাশাপাশি এদিন মিলি শীল সিনহা জানান,সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক সে বিষয়ে বার বার করে মানুষকে সচেতন করা হলেও এখনো কিছু মানুষ এই বিষয়ে সচেতন নয়,তিনি ব্যাবসায়ীদের কাছে অনুরোধ জানান যেনো তারা প্লাস্টিকের ব্যাবহার না করে।এছাড়া এদিনের এই অভিযানে উপস্থিত ছিল পুরনিগমের চেয়ারম্যান তথা ২৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতুল চক্রবর্তী ও ২৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর লক্ষী পাল সহ বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব রায় মোহরী সহ বোরো কমিটির অন্যান্য সদস্যরা।
Home বাংলা উত্তর বাংলা ১ই জুলাই থেকে দেশ ব্যাপী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের...