হেলিকপ্টার বিভ্রাটের জের! তপনে লাইট জ্বালিয়ে মিঠুনের সভা সারলো বিজেপি। ক্ষমা চাইল সুকান্ত
বালুরঘাট, ১৯ এপ্রিল ——- হেলিকপ্টার বিভ্রাটের জের! লাইট জ্বালিয়ে মিঠুনের সভা সারতে হল বিজেপিকে। শুক্রবার বিকেল তিনটে নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার তপন হাই স্কুল মাঠে নির্বাচনী প্রচারে আসার কথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। প্রত্যন্ত এলাকায় ওই বিখ্যাত অভিনেতাকে এক ঝলক চোখে দেখার জন্য এদিন দুপুর থেকে গ্রাম গ্রামাঞ্চলের বহু মানুষের ভিড়ও উপচে পড়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রান্তর দীর্ঘ সময় পরেও মিঠুনকে দেখতে না পেয়ে কার্যত ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে সাধারণ লোকজন সহ সভায় হাজির হওয়া নেতা কর্মীদেরও। যদিও পরবর্তীতে সন্ধ্যা ছটা নাগাদ বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে প্রচার মঞ্চে হাজির হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আর যে কারনে সভা শুরু করবার আগেই এতটা সময় অপেক্ষা করাবার জন্য সকলের কাছে ক্ষমা চাইতেই শোনা যায় প্রার্থী সুকান্ত মজুমদারকে। একই সাথে তার মুখ থেকে উঠে আসে হেলিকপ্টার বিভ্রাটের বিষয়ও। যদিও এরপরেই ভিড়ে ঠাসা মাঠে বক্তব্য রাখতে ওঠেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । এদিন মঞ্চে উঠেই তিনি বলেন সকলেই ভোট দেবার আগে পাচ মিনিট ভেবে তারপরেই ভোট দেবেন। একইসাথে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কে কেন ভোট দেবেন তার ব্যাখ্যাও করেন তিনি। তবে আইনি জটিলতার কারণে এদিন বাংলা সিনেমার বেশকিছু ডায়লগ ঘুরিয়ে বলেছেন মিঠুন। যে ডায়লগ শুনেই হাততালি ও মোবাইলের লাইট জ্বালিয়ে মিঠুনকে স্বাগত জানিয়েছেন দুপুরের তীব্র দাবদাহ মাথায় নিয়ে অপেক্ষায় থাকা বাসিন্দারাও । তবে দেরিতে মঞ্চে ওঠায় সাধারণ মানুষের মন জয় করতে উৎসুক জনগনকে কিছু সময় ছবি তোলার সুযোগও করে দিয়েছেন মিঠুন চক্রবর্তী ।