হেমতাবাদের ডাঙ্গাপাড়া প্রগতিসঙ্গের পূজার বাজেট এবার সাড়ে চার লক্ষ্য টাকা ধরা হয়েছে।

0
193

উত্তর দিনাজপুর:-হেমতাবাদের ডাঙ্গাপাড়া প্রগতিসঙ্গের উত্তর দিনাজপুর জেলার হেমতবাদ ব্লকের ডাঙ্গাপাড়া প্রগতি সংঘের দুর্গাপূজার ।ক্লাব কর্ণধার ভাস্কর পাল এক সাক্ষাৎকারে বলেন তাদের পূজার থিমের নাম “নারীশক্তি “।কেননা নারীরা আর আগের মত পিছিয়ে নেই।নারীরা বর্তমানে রাজনীতির আঙিনায়,শিখক্ষেত্রে খেলা ধুলার ক্ষেত্রে সবদিক দিয়েই ক্রমশ এগিয়ে চলেছে।তাই আগামী দিনে নারীরা যাতে আরও সাফল্য লাভ করে সেই বার্তাই আমার আগামী প্রজন্মের সামনে তুলে ধরবো।ক্লাব সম্পাদক অরূপ কুমার পাল বলেন তাদের পূজার বাজেট এবার সাড়ে চার লক্ষ্য টাকা ধরা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here