হিলির হাড়িপুকুরে ফের অতি সক্রিয় সোনা পাচার চক্র! পাচারের আগেই সীমান্ত থেকে উদ্ধার ১৭ লক্ষ টাকার সোনার বিস্কুট। আটক এক

0
244

হিলির হাড়িপুকুরে ফের অতি সক্রিয় সোনা পাচার চক্র! পাচারের আগেই সীমান্ত থেকে উদ্ধার ১৭ লক্ষ টাকার সোনার বিস্কুট। আটক এক

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ জুলাই —- হিলিতে ফের অতি সক্রিয় সোনা পাচারকারীরা। পাচারের আগেই সীমান্ত থেকে উদ্ধার প্রায় ১৭ লক্ষ টাকার সোনার বিস্কুট। ঘটনায় আটক করা হয়েছে এক ভারতীয় পাচারকারীকে। বিএস এফ সুত্রের খবর অনুযায়ী ধৃত ওই পাচারকারীর নাম আসিফ মন্ডল, বাড়ি হিলির হাড়িপুকুর এলাকায়। বুধবার নিজের পশ্চাৎপদে লুকিয়ে কিছুটা গোপনীয় ভাবে সোনার বিস্কুটগুলি বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে পাচার করছিল ওই অভিযুক্ত। যার গোপন খবর পেয়ে হাড়িপুকুর সীমান্তে কর্তব্যরত ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই যুবককে আটক করে। যার শরীরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি সোনার বিস্কুট। ২৩৩ গ্রাম ওজনের ওই সোনার বিস্কুট দুটির বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা বলে দাবি বিএসএফের। তবে এই ঘটনার পিছনে আরো কারা যুক্ত রয়েছে তা নিয়েই আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে তদন্তে নেমেছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। প্রসঙ্গত, দক্ষিন দিনাজপুরের ২৭২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রায় ৩০ কিলোমিটার এলাকা আজো কাটাতারবিহীন। যার মধ্যে হিলির হাড়িপুকুর সীমান্তটি অন্যতম হিসাবেই চিহ্নিত। কেননা একেবারে বাংলাদেশ ঘেষা এই হাড়িপুকুর সীমান্তটিই পাচারকারীদের কাছে অন্যতম স্বর্গরাজ্য হিসেবে চিহ্নিত। যে এলাকাকেই সোনা পাচারের করিডর হিসাবে ব্যবহার করছে পাচারকারীরা। প্রায় প্রতিদিনই যেখানেই সামনে আসছে সোনা পাচারের ভিন্ন ভিন্ন ঘটনা। ইতিমধ্যে এই করিডর দিয়েই পাচার করার সময় বেশ কয়েক কোটি টাকার সোনা উদ্ধারও করতে সক্ষম হয়েছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। কিন্তু একই সীমান্ত দিয়ে এমন সোনা পাচারের ঘটনা বারবার সামনে আসলেও কেন ওই সীমান্ত নিয়ে তেমন কোন কড়া পদক্ষেপ গ্রহণ করছে না স্বরাষ্ট্রদপ্তর তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও এব্যাপারে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here